সৌরভ গাঙ্গুলির রাজনীতিতে আসা উচিত: পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি

সোমবার নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ছবি: সংগৃহীত

২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারও সৌরভ গাঙ্গুলির নাম আলোচনায় এসেছে। গত রোববার বিকেলে কলকাতার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় ক্রিকেট দলের (পুরুষ) সাবেক অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। এর এক দিন পর সোমবার তিনি দিল্লির একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সোমবার ‘সৌরভ গাঙ্গুলির মতো একজন সফল ব্যক্তির রাজনীতিতে আসা উচিত’ বলে মন্তব্য করেছেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘তার (সৌরভ গাঙ্গুলি) রাজ্যপালের সঙ্গে দেখা করার অধিকার আছে। তিনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানাই। তার মতো সফল ব্যক্তির রাজনীতিতে আসা উচিত। বিজেপি সবাইকে সঙ্গে নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত।’

আগামী বছরের এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে। বঙ্গবাসীর প্রাণপ্রিয় ‘দাদা’কে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা ও প্রতিমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলতে চাই না। যেকোনো ব্যক্তি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন। এ নিয়ে কিছু বলার নেই।’

গত রোববার বৈঠকের পর রাজ্যপাল জগদীপ ধনখড় জানান, সাবেক ক্রিকেটারের সঙ্গে ‘বিভিন্ন বিষয়’ নিয়ে আলাপ হয়েছে। সৌরভ গাঙ্গুলি তাকে ইডেন গার্ডেন পরিদর্শনের জন্য প্রস্তাব দিয়েছেন। তিনি এতে রাজি হয়েছেন।

এদিকে, সাংবাদিকদের এই বিষয়ে জল্পনা-কল্পনা না করার অনুরোধ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

তিনি বলেন, ‘আমি এখানে গভর্নরকে ইডেন গার্ডেনে আমন্ত্রণ জানাতে এসেছি। কারণ তিনি কখনো স্টেডিয়ামে যাননি। তিনি আজ ইডেন গার্ডেনে আসতে চেয়েছিলেন। সেখানে অনুশীলন ম্যাচ চলছে বলে আজ এটি সম্ভব না। তাই আমি নিজেই এখানে তার সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাকে পরের সপ্তাহে স্টেডিয়াম দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এটি কেবল সৌজন্য দর্শন ছিল।’

সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে গিয়ে এক প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর তালিকায় অনেকের নাম রয়েছে। সেটি একেবারে ছোট নয়।’

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

5h ago