হবিগঞ্জে মেছো বাঘ, ব্রাহ্মণবাড়িয়ায় ঈগল
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা থেকে একটি মেছো বাঘ ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে একটি ফিশিং ঈগল উদ্ধার করেছে বন বিভাগ।
আজ মঙ্গলবার সকালে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ভোররাতে উপজেলার কালাইনজুড়া গ্রাম থেকে বাঘটি উদ্ধার করা হয়। গ্রামের একটি ঝোঁপে মেছো বাঘটি বাসস্থান গড়েছিল। স্থানীয় কৃষক ফজর আলী বাঘটিকে আটক করেছে এমন তথ্যের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা ওই গ্রামে যান এবং উদ্ধার করে নিয়ে আসেন।
হবিগঞ্জ বন বিভাগের কর্মকর্তা মো. আবু মোতালেব বলেন, গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি ফিশিং ঈগলকে আহত অবস্থায় ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। রাতে হবিগঞ্জ বন বিভাগের লোকজন পাখিটিকে উদ্ধার করে নিয়ে এসেছে। মেছোবাঘ ও ঈগলটিকে চিকিৎসা শেষে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
Comments