অর্থ আত্মসাতের অভিযোগে সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম আদালতে মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার জাকের সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মামলাটি দায়ের করেন।
sayeed khokon
সাঈদ খোকন। ফাইল ছবি

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম আদালতে মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার জাকের সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মামলাটি দায়ের করেন।

এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, সাবেক উপসহকারী প্রকৌশলী মো. মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও মো. ওয়ালিদকে আসামি করা হয়েছে।

নথিতে উল্লেখ করা হয়েছে, রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর এ ব্লকে নির্মিত নকশা বহির্ভূত স্থাপনাগুলো বৈধতা দেওয়ার কথা বলে আসামিরা বিভিন্ন সময় ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩৫ কোটি টাকা নিয়েছেন। বৈধতা না দিয়ে সিটি করপোরেশন থেকে সেই স্থাপনাগুলো অপসারণের নোটিশ দেওয়ায় ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

সূত্র জানিয়েছে, আদালত বাদীর বক্তব্য রেকর্ড করেছেন। পরবর্তীতে মামলার বিষয়ে আদালত সিদ্ধান্ত জানাবেন।

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

9m ago