এসএসসি জুনে ও এইচএসসি জুলাই-আগস্টে হতে পারে: শিক্ষামন্ত্রী
করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ২০২১ সালের এসএসসি পরীক্ষা জুনে এবং এইচএসসি পরীক্ষা জুলাই-আগস্টে নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি অনুকূলে থাকলেই পরীক্ষা নেওয়া হবে।’
শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, এসএসসি পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং এইচএসসি পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস করানোর চেষ্টা করা হবে।
উল্লেখ্য, সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে, করোনার পরিস্থির মধ্যে ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে হবে, তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের মনে প্রশ্ন ছিল। সবশেষ আজ করোনা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর বিষয়ে জানালেন শিক্ষামন্ত্রী।
Comments