কৃষি আইনের সংশোধন জরুরি: অমর্ত্য সেন

ভারতের নতুন কৃষি আইন নিয়ে যথেষ্ট আলোচনার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এমনকি এই আইনগুলোর পর্যাপ্ত সংশোধনেরও প্রয়োজনীয়তা আছে বলে জানিয়েছেন তিনি।
Amartya Sen
অমর্ত্য সেন। ফাইল ফটো

ভারতের নতুন কৃষি আইন নিয়ে যথেষ্ট আলোচনার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এমনকি এই আইনগুলোর পর্যাপ্ত সংশোধনেরও প্রয়োজনীয়তা আছে বলে জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এ ছাড়াও সংবাদ সংস্থা পিটিআই এর কাছে ইমেইলে দেওয়া আরেকটি সাক্ষাৎকারেও তিনি কৃষক আন্দোলনের পক্ষে কথা বলেন বলে জানিয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া।

অমর্ত্য সেন বলেন, 'এই বিষয়টি যে অবিলম্বে সমাধান হয়ে যাবে, এমন নয়। তবে, এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার দরকার আছে। সেই সঙ্গে কৃষকদের দুশ্চিন্তা দূর করতে ছাড়েরও প্রয়োজনীয়তা আছে।'

'কৃষি আইনগুলো অবশ্যই সংশোধন জরুরি। তবে, তার আগে এ নিয়ে সঠিকভাবে আলোচনার প্রয়োজন,’ বলেন তিনি।

দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলোকে গত এক মাস ধরে নতুন তিন কৃষি আইন বাতিলের বিরুদ্ধে আন্দোলন করছেন কৃষকেরা। সরকারের সঙ্গে বৈঠকের পরেও এ নিয়ে কোনও সমাধান হয়নি।

অমর্ত্য সেনের মতে, 'কৃষি আইন কৃষকদের জীবনের সঙ্গে জড়িত।'

তিনি আরও বলেন, 'পুরো বিষয়টার সঙ্গে কেন্দ্রীয় সরকারের স্বার্থ জড়িত। তা সত্ত্বেও কৃষকদের সঙ্গে আলোচনার সময় বাস্তববাদী হওয়া উচিত সরকারের। কৃষকদের নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে আশা করা যায় না যে তারা আলোচনার টেবিলে বসবেন।'

Comments

The Daily Star  | English
electoral irregularities

EC allows 29 more local observers to monitor polls

The Election Commission today allowed 29 more local observers to monitor the upcoming national election

35m ago