ট্রাকের পেছনে ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
সিলেটে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার জন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হেতিমগঞ্জ পশ্চিমবাজার এলাকায় মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কুয়াশার ভেতরে একটি মাইক্রোবাস পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাককে ধাক্কা দেয়। এর পরেই মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মাইক্রোবাসের তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি চার জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’
তিনি আরও বলেন, ‘বিস্ফোরণের সময় লোহার একটি খণ্ড পাশে সুজা মিয়ার কলোনি নামে একটি বস্তিতে গিয়ে পড়ে। এতে এক শিশু আহত হয়। হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়। আহত ও নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।’
Comments