পাহাড় কাটায় তমা গ্রুপকে ৫০ কোটি টাকা জরিমানা

Rangapahar_23Oct20.jpg
গত দুই বছর ধরে রাঙ্গাপাহাড় গ্রামের পাহাড় কাটা হচ্ছে। ছবি: মোস্তফা ইউসুফ

দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কাটায় তমা গ্রুপ অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। আজ বুধবার নগরীর খুলশির পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের জন্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রাঙ্গাপাহাড় এলাকা থেকে তমা গ্রুপ দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কেটেছে। তাদের ৩৭টি পাহাড় কাটার অনুমোদন দেওয়া হয়েছিল। তমা গ্রুপ তার বাইরে গিয়ে পাহাড় কাটায় তাদের জরিমানা করা হয়।

গত ২৩ অক্টোবর দ্য ডেইলি স্টার এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। মোয়াজ্জম আরও বলেন, শুধু জরিমানা নয়, তমা গ্রুপের বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড।

আরও পড়ুন

যেন শত পাহাড়ের গণহত্যা

১১ লাখ ঘনফুট পাহাড় কাটায় ম্যাক্স জেভি কোম্পানিকে ২৫ লাখ টাকা জরিমানা

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

39m ago