যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট স্থগিতের সুপারিশ সংসদীয় কমিটির
দেশে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের বিস্তার রোধে যুক্তরাজ্যের সঙ্গে সাময়িকভাবে ফ্লাইট স্থগিতের সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণে যেন কোনো অনিয়ম-দুর্নীতি না হয়, এ বিষয়েও মন্ত্রণালয়কে সতর্ক করেছে কমিটি।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে নয় মাস পর কমিটির বৈঠক থেকে এসব সুপারিশ এসেছে। আওয়ামী লীগের সংসদ সদস্য ও স্থায়ী কমিটির চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম বৈঠকের সভাপতিত্ব করেন।
সভা শেষে শেখ সেলিম সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্যের সঙ্গে অন্তত এক বা দুই সপ্তাহের জন্য ফ্লাইট স্থগিত এবং যুক্তরাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণের সুপারিশ করেছে কমিটি।
এর আগে সরকারের কয়েকজন মন্ত্রী সম্প্রতি যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিতের বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছিলেন।
বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম মাহবুব আলী সম্প্রতি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের উচ্চ পর্যায় থেকে যুক্তরাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
Comments