চোটে ছিটকে গেলেন পাকিস্তানকে ভোগানো ওয়েগনার
নিউজিল্যান্ডের মাঠে যেকোনো দলের জন্য নেইল ওয়েগনারকে সামলানো একটা চ্যালেঞ্জ। শরীর তাক করা সব বাউন্সার দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই বাঁহাতি পেসার। প্রথম টেস্টে তার ঝাঁজে ভুগেছে পাকিস্তান। ম্যাচ বাঁচানোর কাছে গিয়েও ওয়েগনারের জন্য তা করতে পারেনি তারা। তবে পাকিস্তান এবার স্বস্তি পেতে পারে। কারণ ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে ছিটকে গেছেন তিনি।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বার্তা সংস্থা রয়টার্সকে ওয়েগনারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। পায়ের পাতার চোট নিয়েও মাউন্ট মাঙ্গুনুই টেস্টে ৪৯ ওভার বল করে গেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিলেও সারাক্ষণ চাপ দিয়ে গেছেন ব্যাটসম্যানদের। শেষ সেশনে তার নেওয়া গুরুত্বপূর্ণ দুই উইকেটেই ম্যাচ মুঠোয় নেয় নিউজিল্যান্ড। তারা টানা বাউন্সার মারার দক্ষতায় দুনিয়ার সব ব্যাটসম্যানেই পড়েন অস্বস্তিতে। এই চাপে উইকেট পড়ে অন্য প্রান্তেও।
নিউজিল্যান্ডের কোচের মত গত টেস্টে ওয়েগনার দলের জন্য যা করেছেন তা আর কেউ করতে পারবে না, ‘নেইল ছিল সত্যিই অসাধারণ, আমার মনে হয় সে গত টেস্টে যা করেছে আর কেউ এমন করতে পারত।’
‘ও আমাদের সঙ্গে ক্রাইস্টচার্চে যাচ্ছে না। সে ব্যথানাশক ইনজেকশন মেরে খেলেছিল। আমরা আবার তাকে এই পরিস্থিতি দিয়ে যেতে দিতে পারি না।’
মাউন্ট মাঙ্গুনুইতে নিউজিল্যান্ড যেতে ১০১ রানে। দুই টেস্টের সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে। তবে তাদের জেতাটা মোটেও সহজ ছিল না। ফাওয়াদ আলম আর মোহাম্মদ রিজওয়ানের দৃঢ়তায় আর একটু হলে ম্যাচ বাঁচিয়ে ফেলেছিল পাকিস্তান।
৩ জানুয়ারিরে ক্রাইস্টচার্চে শুরু হবে দুদলের শেষ টেস্ট।
Comments