ফেনীতে ঠিকাদার অপহরণের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফেনীতে দরপত্র জমা দেওয়ায় বাধা ও ঠিকাদারকে অপহরণের ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আলম ভূঁঞা সদর উপজেলার শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আজ সকালে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে চৌকিদার-দফাদারদের পোশাক সরবরাহ কাজের দরপত্র জমা দেওয়ার সময় খলিলুর রহমান নামে একজন ঠিকাদারকে অপহরণ করে তার সঙ্গে থাকা কাগজপত্র ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ওই ঠিকাদারকে উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই ঠিকাদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
ফেনী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জমান ঠিকাদার অপহরণের ঘটনায় অভিযুক্ত ইউপি
চেয়ারম্যান জানে আলমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জানে আলমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Comments