অ্যাস্ট্রাজেনেকা-নোভাভ্যাক্স থেকে ১০ কোটি ডোজ কিনবে ইন্দোনেশিয়া
ব্রিটিশ ওষুধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ও মার্কিন ভ্যাকসিন উৎপাদক নোভাভ্যাক্স থেকে করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ কিনবে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘অ্যাস্ট্রাজেনেকা থেকে ৫ কোটি ডোজ ও নোভাভ্যাক্স থেকে ৫ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার চুক্তি হয়েছে।’
এছাড়াও চীনা ওষুধ জায়ান্ট সিনোভাক বায়োটেকের করোনা ভ্যাকসিনের ১৮ লাখ ডোজ বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় আসবে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী রেটনো মার্সুডি।
বুধবার তিনি বলেন, ‘সিনোভ্যাকের ১৮ লাখ ডোজের চালান এলে ইন্দোনেশিয়ায় সিনোভাক ভ্যাকসিনের মোট ৩০ লাখ ডোজ থাকবে।’
সিনোভ্যাকের কাছ থেকে করোনা ভ্যাকসিনের ১২ কোটি ৫০ লাখ ডোজ ও নোভাভ্যাক্স থেকে আরও ১০ কোটি ডোজ কেনার চুক্তি করেছে ইন্দোনেশিয়া। সব মিলিয়ে ইন্দোনেশিয়া কমপক্ষে ৬৬ কোটি ডোজ ভ্যাকসিন নেবে।
আগামী মাসে প্রায় ২৭ কোটি জনগণের মধ্যে ১৮ কোটি ১০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে কাজ করছে ইন্দোনেশিয়া।
এর আগে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভ্যাকসিন সরবরাহের জন্য ছয়টি সংস্থার নাম ঘোষণা করা হয়েছিল। এগুলো হলো- বায়ো ফার্মা, অ্যাস্ট্রাজেনেকা, চীন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম), মডার্না, ফাইজার ও বায়োনেটেক ও সিনোভাক বায়োটেক।
নিয়ন্ত্রক কমিটির পরামর্শের উপর ভিত্তি করে, করোনা ভ্যাকসিন কেবল জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, পাকিস্তানে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে করোনায় মারা গেছেন ২২ হাজার ১৩৮ জন।
Comments