সাভারে শিশু ধর্ষণের অভিযোগে রিকশা চালক গ্রেপ্তার
সাভারে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক রিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার রিকশা চালককে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভুক্তভোগী সাভার পৌর্ব এলাকার আইচানোয়াদ্দা মহল্লায় তার বাবা-মার সঙ্গে ভাড়া থাকতো। প্রতিদিনের মতো শিশুটির বাবা-মা গার্মেন্টসে ডিউটিতে গেলে গত মঙ্গলবার বিকেলে প্রতিবেশী ভাড়াটিয়া রিকশা চালক শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।’
‘বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় অভিযুক্ত রিকশা চালক। রাতেই কাজ শেষে বাবা-মা বাসায় ফিরলে তাদেরকে ঘটনাটি খুলে বলে ভুক্তভোগী,’ বলেন তিনি।
এ ঘটনায় বুধবার সকালে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে আইচানোয়াদ্দা মহল্লায় একটি গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’
Comments