২০২১ সালে ১ কোটির বেশি শিশু তীব্র অপুষ্টি ঝুঁকিতে থাকবে: ইউনিসেফ
জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, ২০২১ সালে কঙ্গো, উত্তর-পূর্ব নাইজেরিয়া, মধ্য সাহেল, দক্ষিণ সুদান ও ইয়েমেনের এক কোটিরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভোগার ঝুঁকিতে আছে।
বুধবার এক বিবৃতিতে ইউনিসেফ হুঁশিয়ারি দিয়ে আরও জানিয়েছে যে এখনই জরুরি ব্যবস্থা না নিয়ে এ সংখ্যা আরও বাড়তে পারে।
ইউনিসেফ জানায়, এই দেশগুলো ক্রমবর্ধমান খাদ্য নিরাপত্তাহীনতা, করোনাভাইরাস মহামারিতে তীব্র ‘মানবিক’ সংকটে ভুগছে এবং সাহেলে ‘প্রচ্ছন্ন দুর্ভিক্ষ’ চলছে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর বলেন, সংঘাত, বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের মধ্যে বিপর্যস্ত এই দেশগুলোতে কোভিড-১৯ মহামারির কারণে পুষ্টি সংকটের মুখোমুখি।
‘দেশগুলোতে পরিবারগুলো ইতিমধ্যে শিশুদের খাদ্য চাহিদা মেটাতে লড়াই করছে এবং তারা এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। আমরা তাদের ২০২০ সালের শিকার হতে দিতে পারি না,’ যোগ করেন তিনি।
Comments