বগুড়ায় সাংবাদিকের ওপর হামলা: ইউপি সদস্য লুত্ফর রহমান গ্রেপ্তার
বগুড়ায় সময় টিভির জেলা প্রতিবেদক মাজেদুর রহমান এবং চিত্র সাংবাদিক রবিউল ইসলামের ওপর হামলা মামলার প্রধান আসামি সদর থানার নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সদস্য লুত্ফর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দশটিকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে, হামলার সঙ্গে জড়িত ওপর আসামী স্থানীয় শ্রমিক লীগ নেতা জনিকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি। তাকে গতকাল রাতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সংগঠন সূত্র জানায়, জনি মিয়া নিশিন্দারা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছিলেন।
এর আগে, দুপুরে হামলার শিকার সময় টিভির সাংবাদিক মাজেদুর রহমান ইউপি সদস্য লুত্ফর রহমান সদর থানায় লাল মিয়া ও শ্রমিক লীগ নেতা জনি মিয়ার নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে হামলা ও ছিনতাইয়ের মামলা করেন।
হামলাকারীদের আটক করতে পুলিশকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন স্থানীয় সাংবাদিকরা। সকালে শহরের বীরশ্রেষ্ঠ স্কয়ারের সামনে বগুড়া টেলিভিশন রিপোটার্স ইউনিটির ব্যানারে প্রায় ২০০ সাংবাদিক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
উল্লেখ্য, গতকাল দুপুরে সময় টিভির প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম সদর উপজেলার দশটিকা নামক এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্পের অনিয়মের খবর সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন। পরে, আহতাবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় হামলাকারীরা তাদের ক্যামেরা, মেমরি কার্ড, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
Comments