করোনাভাইরাস

মৃত্যু ১৮ লাখ ১৮ হাজার, আক্রান্ত ৮ কোটি ৩৪ লাখের বেশি

কলম্বিয়ায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ২৯ ডিসেম্বর ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিদিনই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন প্রায় ১৮ লাখ ১৮ হাজার বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন আট কোটি ৩৪ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৭০ লাখের বেশি মানুষ।

আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির আজ সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৮২৬ জন এবং মারা গেছেন ১৮ লাখ ১৭ হাজার ৯৯৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৭০ লাখ নয় হাজার ৯০৯ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ২৭৮ জন এবং মারা গেছেন তিন লাখ ৪৫ হাজার ৭৩৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ৭৫ হাজার ৯৭৩ জন, মারা গেছেন এক লাখ ৯৪ হাজার ৯৪৯ জন এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৪৮ হাজার ৮৪৪ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি দুই লাখ ৮৬ হাজার ৭০৯ জন, মারা গেছেন এক লাখ ৪৮ হাজার ৯৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৯৮ লাখ ৮৩ হাজার ৪৬১ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ২৫ হাজার ৮০৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ২৬ হাজার ৯৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৪ হাজার ৭৯৫ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৯৬৩ জন, মারা গেছেন চার হাজার ৭৮২ জন এবং সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৯২৩ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ১৩ হাজার ৫১০ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন সাত হাজার ৫৫৯ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৫৭ হাজার ৪৫৯ জন।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago