সেদিন ভারতের কাছে না হারার প্রতিজ্ঞা করেই নেমেছিলেন জামাল

'৩-০ হতে পারে কিংবা ৪-০, যাই হোক হারটা কেমন ভাবে নিবেন?' ভারতীয় সাংবাদিকরা সংবাদ সম্মেলনে এমন আক্রমণাত্মকভাবেই প্রশ্ন করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে। বিনয়ের সঙ্গে সেদিন ভালো খেলার অঙ্গীকার করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। জবাবটা মাঠেই দেওয়ার ইচ্ছা ছিল তার। দিয়েছিলেনও।
Jamal Bhuiyan
ফাইল ছবি: বাফুফে

'৩-০ হতে পারে কিংবা ৪-০, যাই হোক হারটা কেমন ভাবে নিবেন?' ভারতীয় সাংবাদিকরা সংবাদ সম্মেলনে এমন আক্রমণাত্মকভাবেই প্রশ্ন করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে। বিনয়ের সঙ্গে সেদিন ভালো খেলার অঙ্গীকার করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। জবাবটা মাঠেই দেওয়ার ইচ্ছা ছিল তার। দিয়েছিলেনও।

শক্তি, সামর্থ্য, অতীত রেকর্ড এমনকি ফিফা র‍্যাঙ্কিং- সবখানেই বাংলাদেশের চেয়ে ঢের ব্যবধানে এগিয়ে ভারত। তার উপর ছিল ঘরের মাঠে ম্যাচ। স্বাভাবিকভাবেই বড় জয়ই প্রত্যাশা করেছিল দলটি। কিন্তু মাঠের লড়াইয়ে সেদিন এগিয়ে ছিল বাংলাদেশই। ম্যাচের ৪২তম মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায়। ম্যাচের প্রায় শেষ দিকে গোল খেয়ে ড্র মেনে মাঠ ছাড়ে তারা।

ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে তিনবার একা পেয়েও বল জালে জড়াতে পারেননি নাবীব নেওয়াজ জীবন। অন্যথায় ফলাফল হতে পারতো ভিন্ন। তবে ভারতীয় সাংবাদিকদের জবাবটা দেওয়া হয়েছিল জামালের।

বর্তমানে কলকাতা মোহামেডান স্পোর্টিং হয়ে খেলার জন্য ভারতে আছেন জামাল। শুক্রবার ইনস্টাগ্রামে ইন্ডিয়ান ফুটবলের একটি লাইভ প্রোগ্রামে ভারতের বিপক্ষে খেলা সেই ম্যাচের স্মৃতি তুলে ধরেন অধিনায়ক, 'আমি সে ম্যাচটি হারতে চাইনি কারণ যখন সংবাদ সম্মেলনে গিয়েছিলাম তখন সব সাংবাদিকরা বলছিল ম্যাচের ফলাফল কতো হবে ৩-০, ৪-০। কাল কীভাবে এই হারকে নিবেন, এই সব আরকি। এবং এটাও আমাকে মোটিভেট করেছে।'

সব মিলিয়ে সেটা নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ ছিল বলে জানান জামাল, 'দারুণ পরিবেশ ছিল। জাদুকরী। যদিও সে ম্যাচটি ছিল ১-১ ড্র কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা ৩-৩ কিংবা ৪-৪ গোলের মতো ম্যাচ। এটা অসাধারণ।'

'সেখানে নিজেদের সতীর্থদের সঙ্গেও কথা বলা যাচ্ছিল না কারণ এতো আওয়াজ ছিল। একজন খেলোয়াড় হিসেবে আপনি সবসময় এমনটাই চাইবেন। আপনি সমর্থকদের চিৎকার চাইবেন। চাইবেন তারা যেন আপনাকে সাহস যোগায়। এটা আমাকে মোটিভেট করে এবং আরও ভালো খেলতে সাহায্য করে কারণ সবাই আপনার বিপক্ষে তখন নিজেকে শক্ত রাখা খুব জরুরী। এটা দারুণ ছিল, যদিও ড্র। ভারত শেষ মুহূর্তে গোল দেয়। তবে এটা আমার জন্য অসাধারণ একটি ম্যাচ ছিল।' - যোগ করে আরও বলেন জামাল।

তবে সেই ম্যাচটা নিজের জন্য অসাধারণ কিছু হতে যাচ্ছে তা আগেই টের পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, 'আসলে যখন ওয়ার্ম আপে যাই তখন সমর্থকদের দেখে বুঝে ছিলাম এটা দারুণ একটি রাত হতে যাচ্ছে।'

Comments

The Daily Star  | English
Train derailed in Tejgaon

Dhaka's rail link with most of Bangladesh snapped after derailment in Tejgaon

Railway operation between Dhaka and most of the country was suspended after a train derailed near Tejgaon station in the capital this evening

1h ago