বেনাপোলে গত বছর ১২০ কোটি টাকার চোরাই পণ্য আটক

স্টার অনলাইন গ্রাফিক্স

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে গত এক বছরে ১২০ কোটি টাকার মাদক, স্বর্ণ ও ডলারসহ নানা চোরাকারবারি পণ্য আটক করেছে বিজিবি।

এ সময় চোরাকারবারির সঙ্গে জড়িত ৩৭৮ জন পাচারকারীকে আটক করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি  জানান, বেনাপোলের বিভিন্ন  সীমান্ত থেকে বিজিবি এক বছরে  ২৩টি বিদেশি পিস্তল, ৪১টি ম্যাগাজিন, ১০৫টি গুলি, প্রায় ৫৫ হাজার ৪৯৮ বোতল ফেনিসিডিল, ৯৫৩ কেজি গাঁজা, ৫৫০ বোতল দেশি-বিদেশি  মদ  ও   ১৮৫০  পিস  ইয়াবা, ৪১ দশমিক ৭৭২ কেজি স্বর্ণ ও সাত লাখ ৩৮ হাজার ডলারসহ ৩৭৮ জনকে আটক করা হয়।

বিজিবি জানায়, মাদক ও স্বর্ণ চোরাকারবারিতে অল্প সময়ে বেশি অর্থ আয়ের আশায় চোরাকারবার পেশায় জড়িয়ে পড়েছেন সীমান্তের সাধারণ মানুষ। অনেকে চোরাকারবারির গডফাদার সেজে অন্যদের দলে টেনে নিচ্ছে।

বিজিবি আরও জানায়, বেনাপোল সীমান্তে চোরাকারবারিদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় চোরাকারবারিরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে আবার এই পেশায় জড়িয়ে পড়ছে।

বেনাপোলের পুটখালী, দৌলতপুর, গাতিপাড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, ধানখোলা, কায়বা, রুদ্রপুর, গোগা,  অগ্রভুলাট, পাঁচভুলাট, শালকোনা, পাকশিয়া, ডিহি, শিকারপুর, রামচন্দ্রপুর সীমান্তের চোরাকারবারিরা বেশি সক্রিয় বলে সূত্র জানায়।

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago