গাড়ি হামলায় গুলিবিদ্ধ আফগান সাংবাদিক নিহত

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘর প্রদেশে গাড়ি হামলায় গুলিবিদ্ধ হয়ে এক সাংবাদিক নিহত হয়েছেন। গত দুই মাসে দেশটিতে মোট পাঁচ জন পেশাদার সাংবাদিককে খুন করা হয়েছে।
আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সেদেশের সরকারি কর্মকর্তারা।
গতকাল সাদা-ই-ঘর (ভয়েস অব ঘর) রেডিও কেন্দ্রের প্রধান সম্পাদক বিসমিল্লাহ আদেল আইমাককে (২৮) ঘরের রাজধানী ফিরোজ কোহ শহরের কাছে হত্যা করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
Comments