১ জানুয়ারি জন্ম নিলো প্রায় পৌনে ৪ লাখ শিশু

ছবি: ইউনিসেফ

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, ২০২১ সালের প্রথম দিনে বিশ্বজুড়ে তিন লাখ ৭১ হাজারের বেশি শিশু জন্মগ্রহণ করেছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোরে বলেন, ‘১ জানুয়ারি জন্ম নেওয়া শিশুরা এক বছর আগের চেয়েও অনেক বেশি আলাদা এক পৃথিবীতে এসেছে।’

প্রতিবছরের মতো এবারও বিশ্বের প্রথম নবজাতক জন্মগ্রহণ করেছে প্রশান্ত মহাসাগরীয় ফিজি দ্বীপপুঞ্জে এবং প্রথম দিনের হিসাবে শেষ শিশুটির জন্ম যুক্তরাষ্ট্রে।

এদিন বিশ্বব্যাপী মোট যত শিশু জন্মগ্রহণ করেছে, তার অর্ধেকই রয়েছে ১০টি দেশে। ইউনিসেফের তালিকা অনুযায়ী, এ তালিকায় সবার ওপরে থাকা ভারতে ২০২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেছে ৫৯ হাজার ৯৯৫ জন নবজাতক।

এরপরই যথাক্রমে রয়েছে চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিশর (৯,৪৫৫), বাংলাদেশ (৯,২৩৬) ও কঙ্গো প্রজাতন্ত্র (৮,৬৪০)।

ইউনিসেফের অনুমান, ২০২১ সালে বিশ্বজুড়ে ১৪০ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করবে।

এদিকে চলতি বছরই ৭৫ বছর পূর্তি করতে যাচ্ছে ইউনিসেফ।

ইউনিসেফের প্রধান বলেন, ‘১ জানুয়ারি জন্মগ্রহণ করা শিশুরা বিশ্বের উত্তরাধিকারী হবে, যা আমরা আজ তাদের জন্য গড়ে তুলতে শুরু করেছি।’

‘আসুন ২০২১ থেকেই আমরা শিশুদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যকর একটি বিশ্ব গড়ে তোলার কাজ শুরু করি’, বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

10m ago