হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে সৌরভ

sourav ganguly

আচমকা অসুস্থ হয়ে পড়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। তাকে কলকাতার একটি হাসপাতালে জরুরী ভিত্তিতে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে সৌরভের অসুস্থ হওয়ার খবর নিশ্চিত করেছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) ও কলকাতার গণমাধ্যম দৈনিক আনন্দবাজার। এই সাবেক ক্রিকেটারকে উডল্যান্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

আনন্দবাজার জানায়, সকাল বেলা নিজ বাড়িতে জিম করছিলেন সৌরভ। হঠাৎতই বুকে ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরিয়ে পড়ে যান। লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন।

তবে হাসপাতালের পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি। ভারতের প্রভাবশালী এই ক্রিকেট ব্যক্তিত্বের পরিবারের সূত্র আনন্দবাজারকে জানিয়েছে, বর্তমান তার অবস্থা স্থিতিশীল। এর আগে সৌরভের নিউরোলজিক্যাল বা কার্ডিওলজিক্যাল সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সৌরভের অসুস্থতার খবরে উদ্বেগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টুইটারে সৌরভের জন্য উদ্বেগ দেখা যাচ্ছেন ভারতের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের। 

 

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সব সময়ের সেরাদের একজন তিনি। খেলা ছাড়ার পর পুরোদমে ক্রিকেট প্রশাসক হয়ে যান সৌরভ। ক্রিকেট অ্যাসোশিয়েশন অব বেঙ্গলের সভাপতিত্ব করার পর পেয়ে যান ভারতের ক্রিকেটের সবচেয়ে ক্ষমতার চেয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে সব সময়ই আলোচনায় থাকছেন তিনি। 

টিভি রিয়ালিটি শো, ক্রিকেট প্রশাসকের ভূমিকাসহ বিজ্ঞাপন বাজারেও কদর তার। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই তারকা রাজনীতিতেও আসছেন বলে কদিন আগে গুঞ্জন বেরিয়েছিল।

Comments

The Daily Star  | English

Govt at it again, plans to promote retirees

"A list of around 400 retired officials is currently under review though it remains unclear how many of them will eventually be promoted"

10h ago