পাঁচ খেলোয়াড়কে ছাড়াই চেলসিকে হারানোর প্রত্যয় গার্দিওলার

ম্যানচেস্টার সিটির মূল দলের পাঁচ জন খেলোয়াড় আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তাতে স্বাভাবিকভাবেই দলের শক্তি অনেকটাই কমেছে। কিন্তু এসব নিয়ে ভাবছেনই না দলে প্রধান কোচ পেপ গার্দিওলা। তাদের ছাড়াই চেলসির বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এ স্প্যানিশ কোচ।
pep guardiola
ছবি: রয়টার্স

ম্যানচেস্টার সিটির মূল দলের পাঁচ জন খেলোয়াড় আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তাতে স্বাভাবিকভাবেই দলের শক্তি অনেকটাই কমেছে। কিন্তু এসব নিয়ে ভাবছেনই না দলে প্রধান কোচ পেপ গার্দিওলা। তাদের ছাড়াই চেলসির বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এ স্প্যানিশ কোচ।

আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে পাঁচ খেলোয়াড়ের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন সিটি কোচ গার্দিওলা। আগেই জানা গিয়েছিল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার কাইল ওয়াকার এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সঙ্গে আরও নতুন তিন খেলোয়াড় আক্রান্তে খবর জানান গার্দিওলা। তবে তাদের নাম জানাননি গার্দিওলা।

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গার্দিওলা বলেন, 'আমাদের সেখানে যাওয়ার মতো ভালো স্কোয়াড রয়েছে এবং তাদের ছাড়াই চেলসির মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য রয়েছে। আমরা জানি এটা কেমন হবে তবে সেরাটা দিয়ে আমরা আমাদের খেলাটা খেলব এবং ফলাফল পক্ষে আনার চেষ্টা করব।'

গত গেমউইকে জেসুস ও ওয়াকারের সঙ্গে সাপোর্ট স্টাফের দুই জন কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ম্যাচ স্থগিত করা হয়েছিল।

ইংলিশ লিগে সবশেষ পাঁচটি ম্যাচে অপরাজিত রয়েছে সিটি। মৌসুমের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে লড়াইয়ে ফিরছে দলটি। আগামীকাল রোববার চেলসির মুখোমুখি হবে সিটিজেনরা।

Comments