সাড়ে ৩ মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

প্রায় সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে হিলি স্থলবন্দরে। ছবি: সংগৃহীত

প্রায় সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে হিলি চেকপোস্ট দিয়ে পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাকগুলো স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করে বলে নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

পেঁয়াজ আমদানিকারক মাহফুজার রহমান বাবু জানান, আজ আমার এক ট্রাক (১৯ টন) পেঁয়াজ আমদানি করা হয়েছে। ২৫০ ডলারে ভারত থেকে পেঁয়াজ ক্রয় করা হয়েছে। দেশের বাজারে তা ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি করব।

উল্লেখ্য ভারত সরকার গত ১৪ সেপ্টেম্বর পূর্ব ঘোষণা না দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। গত সোমবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। 

এদিকে, আমদানি শুরুর সাথে সাথে দেশের বাজারে স্থানীয় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে জানা গেছে। দিনাজপুরের বাহাদুর বাজারের এই মৌসুমের প্রতি কেজি পেঁয়াজ আজ বিক্রি হচ্ছিল ৩৫ থেকে ৪০ টাকায় ও গত মৌসুমের পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৫০ টাকা প্রতি কেজি। গত কয়েক দিন আগেও যা ৬৫ টাকা করে ছিল।

Comments

The Daily Star  | English

Liverpool forward Diogo Jota dies in car crash in Spain: report

The Portuguese married Rute Cardoso on 22 June 2025, just 10 days before his death

29m ago