ল্যারি কিং করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে

Larry King
ছবি: সংগৃহীত

কিংবদন্তি টকশো সঞ্চালক ও সিএনএন’র সাবেক সাংবাদিক ল্যারি কিং করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

কিংয়ের পারিবারিক সূত্রের বরাত দিয়ে সিএনএন গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ৮৭ বছর বয়সী ল্যারি কিং এক সপ্তাহের বেশি সময় ধরে লস অ্যাঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন।

কিং’য়ের টাইপ ২ ডায়াবেটিস রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার বেশ কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং ১৯৮৭ সালে তার বাইপাস সার্জারি হয়।

২০১৭ সালে কিং’য়ের ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। সে সময় তার অপারেশন হয়েছিল।

নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি দাতব্য প্রতিষ্ঠান ল্যারি কিং কার্ডিয়াক ফাউন্ডেশন গড়ে তুলেছেন।

তিনি ২৫ বছর সিএনএন’এ ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন। সে সময় তার অনুষ্ঠানের প্রেসিডেন্ট প্রার্থী, তারকা ও খেলোয়াড়সহ স্বনামধন্য ব্যক্তিরা যোগ দিতেন।

অনুষ্ঠানটির ৬ হাজারেরও বেশি পর্বের পর ২০১০ সালে ল্যারি কিং অবসর নেন।

তবে বছর দুয়েক পর তিনি ওরা টিভিতে ‘ল্যারি কিং নাউ’ অনুষ্ঠানের মাধ্যমে আবার টকশোতে ফিরে আসেন।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

8h ago