নিখোঁজের ২ দিন পর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিহত শিশু রোহান। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দু’দিন পর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে আধুনিক সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে।

আজ রোববার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘আটক কিশোর (১১) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার বাসিন্দা। সিসি টিভির ফুটেজ দেখে শনিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। তবে, কি কারণে রোহানকে হত্যা করা হয়েছে এখনো স্পষ্ট নয়।’

তিনি জানান, গত ৩১ ডিসেম্বর শিশু রোহানকে কোথাও খুঁজে না পেয়ে পরদিন তার বাবা সদর থানা পুলিশকে জানায়। এরপর পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। পুলিশ আধুনিক সদর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায় এক কিশোর রোহানকে নিয়ে হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাচ্ছে। এই সূত্র ধরেই শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের লাশ কাটা ঘরের পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে রোহানের মরদেহ উদ্ধার করে।

নিহত রোহান আলী (৩) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার সুজন আলীর ছেলে।

রাতে শিশুটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ করা হয়। আজ সকালে মসজিদপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago