শৃঙ্খলা ও শ্রদ্ধাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পিএসজিতে যোগ দিয়ে পচেত্তিনো
টমাস টুখেলকে ছাঁটাই করার পর দিন থেকেই জানা ছিল প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কোচ হতে যাচ্ছেন মাউরিসিও পচেত্তিনো। শেষ পর্যন্ত আগের দিন ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন এ আর্জেন্টাইন কোচ। আর যোগ দেওয়ার পর জানালেন নিজের দর্শনের কথা। শৃঙ্খলা ও পরস্পরকে শ্রদ্ধাই তার কোচিংয়ের মূলমন্ত্র বলে জানালেন এ কোচ।
নতুন ক্লাবে নিজের কাজ কীভাবে করবেন জানাতে গিয়ে এ কোচ বলেন, 'শৃঙ্খলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ (জিনিস)। শ্রদ্ধা ও বন্ধুত্বও, শুধু খেলোয়াড়দের জন্য না, এটা স্টাফদের জন্যও। আমার মনে হয় এটাই সব প্রজেক্ট এবং ক্লাবের জন্য বেশি গুরুত্বপূর্ণ।'
শনিবার ক্লাবের ওয়েবসাইটে নতুন কোচ হিসেবে পচেত্তিনোর নাম নিশ্চিত করে পিএসজি। এই আর্জেন্টাইনের ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি হয়েছে। তবে মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।
খেলোয়াড়ি জীবনে ২০০১ সালে যোগ দেওয়ার পর দুই মৌসুম পিএসজির হয়ে খেলেছেন পচেত্তিনো। তাই ক্লাবটির প্রতি অন্যরকম ভালোবাসা রয়েছে তার। দীর্ঘদিন পর সেই ক্লাবটিতে কোচ হিসেবে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত এ আর্জেন্টাইন, 'পিএসজির কোচ হতে পেরে আমি খুবই খুশী এবং গর্বিত। ক্লাব অফিশিয়ালরা আমার উপর বিশ্বাস রেখেই নিযুক্ত করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন এই ক্লাব সবসময়ই আমার হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে ছিল। আমার অনেক অনেক দারুণ স্মৃতি রয়েছে। বিশেষ করে পার্ক দেস প্রিন্সের স্বতন্ত্র পরিবেশে।'
নেইমার, কিলিয়ান এমবাপের মতো বিশ্বসেরা তারকাদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন এ কোচ, 'পাশাপাশি আমি বিশ্বের সবচেয়ে মেধাবী খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে ছিলাম। এ দলের দারুণ সম্ভাবনা রয়েছে এবং আমি আমার স্টাফদের নিয়ে সব প্রতিযোগিতায় সেরা ফলাফলের জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।'
Comments