৬ জানুয়ারি থেকে বিমানের সৌদি ফ্লাইট চালু
বিশ্বের কিছু দেশে করোনার নতুন স্ট্রেইন শনাক্তের পর গত ডিসেম্বরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব। সৌদী সরকার এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় আগামী ৬ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদীগামী ফ্লাইটসমূহ পুনরায় নিয়মিতভাবে চলাচল করবে।
নিষেধাজ্ঞা চলাকালীন বাতিলকৃত ফ্লাইটের যাত্রীদের বিমানের ওয়েবসাইটে দেওয়া সিডিউল অনুযায়ী নিকটস্থ বিমানের সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করেছে বাংলাদেশের পতাকাবাহী এই প্রতিষ্ঠানটি।
বিমানের একটি সংবদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাতিলকৃত ফ্লাইটের যাত্রীদের আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে।
দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) পাঠানো এক বিবৃতিতে বলেছে, আজ রোববার সকাল ১১টার মধ্যে বিমান, স্থল ও সমুদ্র পথে সৌদিতে পুনরায় প্রবেশ শুরু হবে।
তবে, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য দেশ থেকে আসা সৌদি নাগরিক নয় এমন ব্যক্তিদের সৌদিতে প্রবেশের আগে কমপক্ষে ১৪ দিন এসব দেশগুলোর বাইরে থাকতে হবে।
যেসব দেশে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে সেসব দেশ থেকে আসা সৌদি নাগরিকদের ১৪ দিনের জন্য তাদের বাড়িতে পর্যবেক্ষণে থাকতে হবে।
আরও পড়ুন: ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সৌদি আরব
Comments