চান্দিনায় নির্মাণাধীন সার গোডাউন থেকে ৫টি মর্টারশেল উদ্ধার
কুমিল্লার চান্দিনা উপজেলার বিএডিসি (সেচ) বিভাগের নির্মাণাধীন সারের গোডাউন থেকে পাঁচটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএডিসি চান্দিনা অফিস সূত্রে জানা যায়, নির্মাণাধীন সার গোডাউনের কলামের জন্য খননকৃত প্রায় সাত ফুট গভীর মাটির নিচে মর্টারশেলগুলো দেখতে পান শ্রমিকরা। পরে তারা কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং এগুলো নিষ্ক্রিয় করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
চান্দিনা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজি মালেক জানান, ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী চান্দিনা উপজেলা সড়ক যোগাযোগের খুবই গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালে এখানে পাকিস্তানি সেনাদের ক্যাম্প ছিল।’
Comments