৬ মাসে রেকর্ড ১০ হাজার ২২০ কোটি কালো টাকা সাদা হয়েছে
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেকর্ড পরিমাণ ১০ হাজার ২২০ কোটি কালো টাকা সাদা হয়েছে। আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, কর পরিশোধের মাধ্যমে অবৈধ সম্পদের মালিকরা সম্পদ সাদা করায় চলতি অর্থবছরের প্রথমার্ধে মোট ১০ হাজার ২২০ কোটি টাকা অর্থনীতিতে প্রবেশ করেছে।
এতে বলা হয়, ‘এই অর্থ বিশেষ করে বিনিয়োগে আকর্ষণ বাড়াতে, কর্মসংস্থান তৈরি করতে এবং করের সঙ্গে জিডিপির অনুপাত বাড়াতে সাহায্য করবে।’
২০৫ জন করদাতা জুলাই থেকে ডিসেম্বর সময়কালে ২২ কোটি ৮৪ লাখ টাকা কর দেওয়ার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদিত সিকিউরিটিতে তাদের অঘোষিত অর্থ বিনিয়োগ করেছেন।
আরও সাত হাজার ৪৪৫ জন করদাতা মোট ৯৩৯ কোটি ৭৬ লাখ কোটি টাকা কর দিয়ে তাদের অবৈধ সম্পদ বৈধ করেছেন।
এর আগে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে সর্বোচ্চ নয় হাজার ৬৮২ কোটি কালো টাকা সাদা করা হয়।
Comments