রামোসের জন্য রিয়ালের দুই প্রস্তাব

sergio ramos
ছবি: এএফপি

মূল কাজটা রক্ষণভাগে। কাজটা বরাবরই নিষ্ঠার সঙ্গে করে আসছেন সের্জিও রামোস। কিন্তু রিয়াল মাদ্রিদের আক্রমণভাগেও নেতৃত্ব দিতে দেখা যায় তাকে। গত মৌসুমে তো দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন। দলের অধিনায়কও তিনি। এমন তারকাই কি-না আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন? স্বাভাবিকভাবে তাকে ধরে রাখতে চায় লস ব্লাঙ্কোসরা।

কিন্তু এখনও রামোসের নতুন কোনো চুক্তির আভাস মিলছে না? যে কারণে রিয়াল সমর্থকরাও বেশ চিন্তিত। তবে আশার খবর রিয়াল অধিনায়ককে ধরে রাখতে দুটি ভিন্ন প্রস্তাব দিতে যাচ্ছে ক্লাবটি। স্প্যানিশ টিভি চ্যানেল এল চিরিঙ্গিতোর সংবাদ এমনই।

মূলত ক্লাবটির সঙ্গে লম্বা চুক্তি চান রামোস। যে কারণে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি ক্লাবটি। রামোসের চাওয়ার উপর ভিত্তি করেই দুটি ভিন্ন ধরণের প্রস্তাব তৈরি করেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। প্রথমটি এক বছর মেয়াদী। সেক্ষেত্রে বর্তমান বেতন-ভাতা অনুযায়ী চুক্তি নবায়ন হবে। দ্বিতীয়টি দুই বছর মেয়াদী। তবে সেক্ষেত্রে ১০ শতাংশ কম বেতনে চুক্তির মেয়াদ বাড়ানো হবে।

এখন দেখার বিষয় কোনটা মেনে নেন রামোস। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আগেই জানা গেছে কোনো সংক্ষিপ্ত চুক্তি করতে রাজি নন রামোস। সেক্ষেত্রে দ্বিতীয় প্রস্তাবেই রাজি হতে পারেন তিনি। কিন্তু সেখানেই ঝামেলা রয়েছে। কারণ দলের সেরা পারফর্মার হয়েও বেতন বৃদ্ধির পরিবর্তে উল্টো ১০ শতাংশ কম নিতে হবে তাকে।

অন্যদিকে, রামোসকে পেতে মুখিয়ে আছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইসহ (পিএসজি) বেশ কিছু ক্লাব। পিএসজি তো বড় অঙ্কের বেতন দিয়েই নিতে চাচ্ছে তাকে।

২০০৫ সালে সেভিয়া থেকে রিয়ালে যোগ দেন রামোস। এক মৌসুম জেতেই দলে জায়গা পাকা করে ফেলেন তিনি। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত লা লিগায় ৪৬৭টি ম্যাচ খেলেছেন। ডিফেন্ডার হিসেবে এরমধ্যেই সর্বোচ্চ গোলদাতার (৭২) রেকর্ডও তারই। ক্লাবের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি লা লিগা ও দুটি কোপা দেল রে শিরোপা জিতেছেন। জাতীয় দলের হয়েও দারুণ সফল রামোস। স্পেনের হয়ে ১৭৮ ম্যাচ খেলা এ ডিফেন্ডার জিতেছেন দুটি ইউরো ও একটি বিশ্বকাপ।

Comments

The Daily Star  | English
Speaker Shirin Sharmin Chaudhury resigns

How could fugitive ex-Speaker submit biometrics for passport?

The question arises, if the passport employees got a trace of Shirin Sharmin then how come the police did not?

49m ago