পিএসএলের ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে মোস্তাফিজ

মঙ্গলবার ড্রাফটের জন্য প্লাটিনাম ক্যাটাগরিতে ২৫ বিদেশি ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ
Mustafizur Rahman
ছবি: ফিরোজ আহমেদ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ড্রাফটে সবচেয়ে উপরের প্লাটিনাম ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার ড্রাফটের জন্য প্লাটিনাম ক্যাটাগরিতে ২৫ বিদেশি ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। তাতে ক্রিস গেইল, রশিদ খান, ডেল স্টেইনদের সঙ্গে আছেন মোস্তাফিজও।

১০ জানুয়ারি ৬ ফ্র্যাঞ্চাইজি লাহোরে হতে যাওয়া নিলামে এই খেলোয়াড়দের দলে নেওয়ার সুযোগ পাবে।

ড্রাফটের আগে দলগুলো আগের আসরের দলের থেকে সর্বোচ্চ ৮ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। করোনাভাইরাসের কারণে গেল বছর অনেক খেলা ভেস্তে যাওয়া সামনে ক্রিকেটারদের ব্যস্ততা থাকবে প্রচুর।

আন্তর্জাতিক ঠাসা সূচির কারণে কয়েকজন ক্রিকেটারকে পিএসএলের কেবল একটা অংশে পাওয়া যাবে। এর আগে লাহোর কালান্দার্সে ডাক পাওয়া মোস্তাফিজেরও আন্তর্জাতিক ব্যস্ততা আছে অনেক। এসবের মধ্যে ফেব্রুয়ারি-মার্চের সম্ভাব্য সূচি থাকা পিএসএলে  তাকে কোন দল নেয় কিনা দেখার বিষয়।

পিএসএলে প্লাটিনাম ক্যাটাগরিতে ড্রাফটে যারা আছেন- মোস্তাফিজুর রহমান, লেন্ডল সিমন্স, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গেইল, এভিন লুইস, ডোয়াইন ব্র্যাভো, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, মঈন আলি, দাবিদ মালান, টম ব্যান্টন, কলিন ইনগ্রাম, ইমরান তাহির, রাইলি রুশো, ডেভিড মিলার, রাশি ফন ডের ডুসেন, ডেল স্টেইন, মরনে মরকেল, ক্রিস লিন, থিসারা পেরেরা, ইশুরু উদানা, রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব-উর রহমান, সন্দীপ লামিছানে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago