জিয়ার নামে ২ স্কুল: নাম বদলের হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
বগুড়ায় দুটি স্কুলের নাম থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বদলে দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের আদেশের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ।
বিদ্যালয় দুটি হচ্ছে--শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় ও গাবতলী শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়।
স্কুল দুটির নাম পরিবর্তনের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের আদেশের পর, রাষ্ট্রের আপিলের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারক বিচারপতি মো. নুরুজ্জামান এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আপিল বিভাগের আদেশ অনুযায়ী বগুড়ার ওই দুটি বিদ্যালয়ের নামে জিয়াউর রহমানের নাম উল্লেখ করা হবে না।
রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের বরাত দিয়ে তিনি বলেন, সরকার তার নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশের ৪৮০টি স্কুলের নাম পরিবর্তন করেছে এবং হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না।
শিক্ষা মন্ত্রণালয় গত বছরের ১৯ এপ্রিল শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম সুখনপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় এবং গাবতলী শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের নাম গাবতলী পূর্ব পাড়া উচ্চ বিদ্যালয় নামকরণের আদেশ জারি করে।
গত ২৮ ডিসেম্বর বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন।
Comments