ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন পেল গ্লোব বায়োটেক

বাংলাদেশের গ্লোব বায়োটেক ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির অনুমতি পেয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে ।
গ্লোব বায়োটেকের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ আসিফ মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, তারা গত ২৮ ডিসেম্বর অধিদপ্তরের কাছ থেকে অনুমতি পেয়েছে।
তিনি বলেন, ‘আমরা আমাদের ট্রায়াল প্রোটোকল পরিকল্পনা আগামী সপ্তাহে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে জমা দেবো। সেখান থেকে অনুমোদন পেলে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করব।’
সব ঠিক থাকলে এবং পরিকল্পনা অনুযায়ী চললে বাজারে এই ভ্যাকসিন আনতে ছয় মাসের বেশি সময় লাগবে না বলেও জানান তিনি।
Comments