ব্যারিকেড ফেলে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে যুবক নিহত

Coxsbazar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের গুলিতে খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, খোরশেদ তার ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা চালিয়েছিলেন। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে খোরশেদ নিহত হন।

আজ বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খোরশেদ আলম (২২) মিঠাপানিরছড়া গ্রামের হাজী গোলাম হোসেনের ছেলে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাসানুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক চোরাকারবারি ও অবৈধ অস্ত্র বহনসহ নানা অভিযোগে আটটি মামলা রয়েছে। গতকাল তার ভাই শামসুল আলমকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করে। শামসুল সাতটি মামলার পলাতক আসামি। পুলিশের হাত থেকে ভাইকে ছিনিয়ে নিতে খোরশেদ হামলা চালিয়েছিলেন। এতে টেকনাফ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন মিয়া, কনস্টেবল শফিকুল হক ও বলরাম দাস আহত হন। বর্তমানে তারা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’

হাসানুজ্জামান আরও বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে পুলিশ শামসুল আলমকে গ্রেপ্তার করে। থানায় ফেরার পথে মিঠাপানির ছড়া বাজার এলাকায় রাস্তায় ব্যারিকেড ফেলে খোরশেদ পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায়। তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করে। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে পুলিশ শামসুল আলমকে নিয়ে থানায় ফিরে আসে। পরে জানা যায়, খোরশেদ আলম গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।’

খোরশেদ আলমের আরেক ভাই শাহীন আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘নিহত যুবকের ময়নাতদন্ত শেষ হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়া ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

20m ago