চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন নেবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি
চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো।
গতকাল মঙ্গলবার জাকার্তা গ্লোবের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৩ জানুয়ারি সিনোভ্যাকের ভ্যাকসিনের প্রথম ডোজ নেবেন উইদোদো।
দেশটির জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে রাষ্ট্রপতির ভ্যাকসিন নেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। রাষ্ট্রপতি সচিবালয়ের প্রধান জাকার্তা গ্লোবকে বলেন, ‘আগামী ১৩ জানুয়ারি ভ্যাকসিন নেবেন রাষ্ট্রপতি। এ বিষয়ে আমরা শুক্রবারে বিস্তারিত জানাবো।’
রাষ্ট্রপতির সঙ্গে আর কারা ভ্যাকসিন নেবেন তা শুক্রবারেই জানানো হবে বলে তিনি যোগ করেন।
করোনা সংক্রমণ রোধে গত বছরের ৭ ডিসেম্বর দেশের জনগণের জন্য সিনোভ্যাকের ১২ লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন রাষ্ট্রপতি উইদোদো। সে সময় তিনি জানিয়েছিলেন, জানুয়ারির প্রথম দিকে আরও ১৮ লাখ ডোজ পাওয়া যাবে বলে আশা করছে তার সরকার।
ইন্দোনেশিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। জনস হপকিসন বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের হিসাবে গতকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন সাত লাখ ৭৯ হাজার ৫৪৮ এবং মারা গেছেন ২৩ হাজার ১০৯ জন।
আরও পড়ুন: চীন থেকে করোনা ভ্যাকসিনের প্রথম চালান পেল ইন্দোনেশিয়া
Comments