সব অসাধারণ খেলোয়াড়দের পিএসজিতে স্বাগতম: পচেত্তিনো
মৌসুম শেষে বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি। তাকে পাওয়ার জন্য চেষ্টায় এখনই মরিয়া ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফুটবল পাড়ায় গুঞ্জন এমনই। আর বিষয়টি নিশ্চিত হতে সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখা হয় দলের নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোকে। তবে কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন এ আর্জেন্টাইন কোচ।
আজ বুধবার রাতেই পচেত্তিনোর অধীনে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে পিএসজি। তার আগে দলটির হয়ে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন এ কোচ। সেখানেই লিওনেল মেসি প্যারিসে আসার সম্ভাবনা সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। তার উত্তরে এ আর্জেন্টাইন বলেন, 'আমরা (সম্ভাব্য সাইনিংয়ের) ব্যাপারে কথা বলছি না বরং ক্লাবের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার বিষয়ে বলছি এবং আগামীকাল (আজ) আমাদের একটি খেলা রয়েছে। তবে আমি এরমধ্যেই বলেছি যে ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে কথা বলার সময় আসবে। সব অসাধারণ খেলোয়াড়দের পিএসজিতে স্বাগতম।'
নতুন সাইনিং নয় আপাতত দলের খেলোয়াড়দের নিয়েই ভাবছেন পচেত্তিনো, 'যখন (নেইমার ইনজুরি থেকে) ফিরে আসবে আমরা তার সেরাটা প্রদর্শন করতে সহায়তা করব। সিস্টেমগুলো কেবল মাত্র শুরু হলো। আমরা সর্বদা মুভমেন্ট ও সংগঠন সম্পর্কে কথা বলি। আমরা এমন একটি সিস্টেম তৈরির জন্য সমস্ত খেলোয়াড়ের কথা শুনব যাতে প্রত্যেকেই সবচেয়ে ভালো ছন্দে থাকে।'
'এটা খুব দুর্দান্ত খেলোয়াড়দের নিয়ে অবিশ্বাস্য একটি দল, তবে এটি কোনো সংবাদ নয়। এমবাপের মতো দুর্দান্ত খেলোয়াড় অনেক পজিশনে খেলতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সে কীভাবে ফাঁকা জায়গা গুলোতে আক্রমণ করে। কীভাবে মাঠে থাকে, বাকিদের মতো। তার গুণাবলীর আরও ভাল ব্যবহারের জন্য আমরা তার জন্য সেরা জায়গাটি খুঁজে বের করব।' -যোগ করে আরও বলেন এ কোচ।
প্যারিসের এ দলটি পরিচালনা করার ক্ষমতা তার রয়েছে বলেও জানান সাবেক টটেনহ্যাম কোচ, 'নেতারা নেতাই। প্রত্যেকের নিজস্ব মত প্রকাশের উপায় থাকে। আমাদের একটি দল রয়েছে যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং মাঠে, ড্রেসিংরুমে, সমস্ত কাঠামোয় আমরা যত বেশি পারি উন্নতি করব।'
আর এ প্রসঙ্গে টটেনহ্যামের কথা উঠলে সে বিষয়টিও এড়িয়ে যান পচেত্তিনো। বর্তমানে সম্পূর্ণ পিএসজিকে নিয়েই ভাবছেন বলে জানান তিনি, 'প্রতিটি ক্লাব ভিন্ন এবং তুলনা করা খুব কঠিন। টটেনহ্যাম নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয়। কারণ আমি (আগে) সেখানে ছিলাম কিন্তু এখন আমি শতভাগ প্যারিসের।'
Comments