শ্রীপুরে র্যাবের হাতে ৩ ‘অস্ত্র ব্যবসায়ী’ আটক
গাজীপুরের শ্রীপুরে এক নারী সহযোগীসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। তাদের কাছ থেকে বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধারের কথা জানানো হয়েছে।
র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন আজ সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার ভোরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর (দক্ষিণ ধনুয়া) থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী গ্রামের আল ইমরান, কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া গ্রামের সাইদুল ইসলাম বাপ্পি এবং তাদের সহযোগী গাজীপুর মহানগরের পশ্চিম জয়দেবপুর গ্রামের শান্তা ইসলাম সাথী।
পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদে র্যাব জানতে পারে দক্ষিণ ধনুয়া গ্রামের হাজী সিরাজ মুন্সির বাড়িতে অস্ত্র কেনাবেচা হচ্ছে। ওই বাড়িতে অভিযান চালিয়ে আল ইমরানকে আটক করা হয়। ইমরানের ঘর তল্লাশি করে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ছয়টি মুঠোফোন জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ মাদক ব্যবসায় অস্ত্র ব্যবহারের কথা বলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments