করোনা ভ্যাকসিন

ইউরোপে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেল মডার্না

ইউরোপের দেশগুলোর জন্য দ্বিতীয় করোনা ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন অথরিটি (ইএমএ)। তবে, ইউরোপের দেশগুলোতে এটি ব্যবহারের জন্য ইউরোপিয়ান কমিশনের (ইসি) অনুমোদনের প্রয়োজন বলে আজ বুধবার রয়টার্স জানায়।
ছবি: রয়টার্স

ইউরোপের দেশগুলোর জন্য দ্বিতীয় করোনা ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন অথরিটি (ইএমএ)। তবে, ইউরোপের দেশগুলোতে এটি ব্যবহারের জন্য ইউরোপিয়ান কমিশনের (ইসি) অনুমোদনের প্রয়োজন বলে আজ বুধবার রয়টার্স জানায়।

ইএমএ ১৮ বছরের বেশি বয়সীদের ব্যবহারের জন্য এর অনুমোদন দিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা মনে করছেন ইসি শিগগিরই এর অনুমোদন দেবে।

ইএমএ নির্বাহী পরিচালক ইমার কুক বলেন, 'বর্তমান জরুরি পরিস্থিতি থেকে উত্তরণে এ ভ্যাকসিন আমাদের জন্য আরেকটি আশার আলো।'

দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও জার্মানির যৌথ ব্যবস্থাপনায় উৎপাদিত ফাইজার-বায়োএনটেক এর ভ্যাকসিনের অনুমোদন দেয় ইএমএ।

এক সপ্তাহ আগে ইউরোপজুড়ে ভ্যাকসিন কার্যক্রম চালু হওয়ার পর হাজার হাজার ইউরোপীয় নাগরিককে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে, জার্মানি ও ফ্রান্সে ভ্যাকসিন কার্যক্রমের অগ্রগতি বেশ ধীর বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে করোনার নতুন 'ধরণ' শনাক্ত হওয়ায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ার মুহূর্তে মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিলো ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এতে ইউরোপে টিকা কার্যক্রম ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

মডার্নার ভ্যাকসিন ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের চেয়ে আরও সহজেই সংরক্ষণ ও পরিবহণ করা যায়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় মডার্নার ভ্যাকসিন কার্যক্রম চলছে এবং ইসরায়েল এই সপ্তাহে এর অনুমোদন দিয়েছে।

ক্লিনিকাল ট্রায়ালে মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর ছিল এবং গুরুতর কোনো সমস্যা ছিল না।

Comments

The Daily Star  | English
Israel's genocide in Gaza

How the US is arming Israel's genocide in Gaza

US weapons, provided with visible enthusiasm to the Israeli occupation forces, are being used to commit war crimes and genocide in Gaza.

11h ago