আপাতত দুই সিরিজের ব্যাটিং কোচ লুইস

Jon Lewis
ছবি:ডারহাম কাউন্টি ক্লাব

সাবেক ইংলিশ ব্যাটসম্যান জন লুইসকে সাময়িক ভিত্তিতে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। দলের দায়িত্ব নিতে শিগগিরই বাংলাদেশে আসবেন এই কোচ। 

চলতি মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই দায়িত্ব পাচ্ছেন তিনি। ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরেও থাকবেন লুইস। আপাতত এই দুই সিরিজের জন্যই ব্যাটিং কোচ নিয়োগের কথা জানিয়েছে বিসিবি।

বুধবার রাতে বিবৃতিতে লুইসের নিয়োগের কথা নিশ্চিত করে বিসিবি। এর আগে গণমাধ্যমে হাজির হয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান করোনার কারণেই কাউকে স্থায়ী নিয়োগ দেওয়া যাচ্ছে না, ‘লুইস কাল-পরশুর মধ্যে আসবে। সে এলে তার সঙ্গে আমরা সামনাসামনি কথা বলব। এখন যে পরিস্থিতি, করোনার কারণে কেউ লম্বা সময়ের জন্য চুক্তিতে যাচ্ছে না। পরিস্থিতি কঠিন। তাকে আমরা সামনে থেকে দেখব দুই-একটা সিরিজ। তারপর যদি ভালো হয়, তাহলে চেষ্টা করব তাকে রাখার।’

‘আমাদের তিন-চার জনের তালিকা ছিল। সেখান থেকে তাকে বেছে নেওয়া হয়েছে অভিজ্ঞতা ও কোথায় কোথায় কাজ করেছে, এসব দেখে।’

৫০ বছর বয়েসী লুইস আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তবে প্রথম শ্রেণীতে তার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। কাউন্টি দল ডারহামের নেতৃত্বেও ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করতে দেখা গেছে তাকে। এর আগে কাজ করেছে শ্রীলঙ্কা দলের হয়েও।

পারিবারিক কারণে নিল ম্যাকেঞ্জি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ব্যাটিং কোচের পদ খালি হয়ে যায় বাংলাদেশের। শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা তৈরি হলে ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দিয়েছিল বিসিবি। কিন্তু নিকটজনের মৃত্যুর পর তিনিও আর চাকরি করতে চাননি

ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে ১০ জানুয়ারি থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। একদম শুরুর দিনই দলের সঙ্গে থাকবেন লুইস।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

5h ago