যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসে ‘নজিরবিহীন হামলা’: বাইডেন

কংগ্রেস ভবন ক্যাপিটলে অধিবেশন চলাকালীন ট্রাম্প-সমর্থকদের হামলার ঘটনায় সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসে ‘নজিরবিহীন হামলা’।
জো বাইডেন | রয়টার্স ফাইল ফটো

কংগ্রেস ভবন ক্যাপিটলে অধিবেশন চলাকালীন ট্রাম্প-সমর্থকদের হামলার ঘটনায় সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসে ‘নজিরবিহীন হামলা’।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প-সমর্থকদের হামলা চলাকালীন ডেলাওয়্যারের উইলমিংটন থেকে বাইডেন বলেন, ‘এই মুহূর্তে আমাদের গণতন্ত্র নজিরবিহীন হামলার মুখে রয়েছে। আধুনিক যুগে আমরা এর আগে এ ধরনের কোনো ঘটনা দেখিনি। ক্যাপেটলে হামলা মানে দেশের স্বাধীনতার আশ্রয়স্থলে হামলা।’

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি বিস্মিত, স্তম্ভিত। নির্বাচনে জয় বা পরাজয় থাকবেই। দাবি বা ভিন্নমতও থাকতে পারে। তাই বলে এমন ঘটনা ঘটে কী করে?’

‘এটা ভিন্ন মত প্রকাশ নয়, এটা আইন হাতে তুলে নেওয়া। এটা বিশৃঙ্খলা। এটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে এবং এখনই এটা শেষ হতে হবে। আমি আন্দোলনকারীদের ফিরে যাওয়ার আহ্বান জানচ্ছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাই। মনে রাখা উচিত এটা আমেরিকা। এখানে এ ধরনের আচরণকে প্রশ্রয় দেওয়া হয় না’, বলেন বাইডেন।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘কালো দিন’

নিহত ৪: ওয়াশিংটনের কংগ্রেস ভবনে ট্রাম্প-সমর্থকদের হামলা

ট্রাম্প-সমর্থকদের হামলা: পরিস্থিতি নিয়ন্ত্রণে, সিনেট অধিবেশন আবার শুরু

ওয়াশিংটনের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলা, নিহত ১

Comments