বাইডেনের জয় চূড়ান্ত

Joe Biden.jpg
জো বাইডেন। ছবি: রয়টার্স ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটের জো বাইডেনের জয় চূড়ান্ত করেছে মার্কিন কংগ্রেস।

আজ বৃহস্পতিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইলেকটোরাল কলেজ ভোট সার্টিফিকেশন শেষে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের জয়কেই স্বীকৃতি দিয়ে চূড়ান্ত ঘোষণা করেছে মার্কিন কংগ্রেস। বাইডেনের জয় চূড়ান্ত ঘোষণা করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

ঘোষণায় তিনি বলেন, ‘মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে জয়ী হতে প্রয়োজন ২৭০ ভোট। ডেলাওয়ারের প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩০৬টি। ফ্লোরিডার ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৩০৬টি এবং মাইক পেন্স পেয়েছেন ২৩২টি।’

সিএনএন জানায়, ভার্মন্টের তিনটি ইলেকটোরাল ভোট পেয়ে বাইডেন-হ্যারিস ২৭০ এর বেশি আসন জিতে জয় নিশ্চিত করে। বাইডেনের পক্ষে জর্জিয়া ও পেনসিলভেনিয়ার ইলেকটোরাল কলেজের ভোট অবজেকশন খারিজ করেছে সিনেট ও হাউস।

রিপাবলিকানরা অ্যারিজোনা, নেভাডা ও মিশিগানের ইলেকটোরাল ভোট নিয়েও অবজেকশন জানায়। তবে, বিতর্ক শুরুর আগেই মোশনগুলো ব্যর্থ হয়।

এর আগে, গতকাল কংগ্রেস ভবন ক্যাপিটলে যৌথ অধিবেশন চলাকালীন সেখানে অস্ত্রসহ হামলা চালায় ট্রাম্প-সমর্থকরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন এই হামলায় এখন পর্যন্ত চার জন নিহত হয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এই ঘটনায় জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিন্দা জানিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘কালো দিন’ হিসেবে আখ্যা দিয়েছেন।

হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও অধিবেশন শুরু হয়। সর্বশেষ মার্কিন কংগ্রেস বাইডেন-হ্যারিসের জয় চূড়ান্ত করল।

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

আরও পড়ুন:

ট্রাম্পকে অপসারণের আহ্বান মার্কিন ব্যবসায়ীদের

যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘কালো দিন’

নিহত ৪: ওয়াশিংটনের কংগ্রেস ভবনে ট্রাম্প-সমর্থকদের হামলা

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসে ‘নজিরবিহীন হামলা’: বাইডেন

ট্রাম্প-সমর্থকদের হামলা: পরিস্থিতি নিয়ন্ত্রণে, সিনেট অধিবেশন আবার শুরু

ওয়াশিংটনের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলা, নিহত ১

Comments

The Daily Star  | English

Uncovering the silent deaths of migrant women

In the shadows of booming remittance flows and the quiet resilience of Bangladesh’s labour diaspora, a disturbing reality persists: numerous Bangladeshi female migrant workers, particularly those employed as domestic help in Gulf countries, are returning home in coffins.

17h ago