পটুয়াখালীতে পুলিশের হেফাজতে মৃত্যুতে ২ এএসআই বরখাস্ত

পটুয়াখালীর দশমিনা থানায় আসামির মৃত্যুর ঘটনায় দুই এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে গত মঙ্গলবার মো. মামুনুর রসিদ ও এএসআই মো. মাসুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করেন পুলিশ সুপার। তাদেরকে পটুয়াখালী পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (দশমিনা-গলাচিপা) সার্কেল মো. ফারুক হোসেন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিবেশির মামলায় গত ৬ ডিসেম্বর বাশঁবাড়িয়া গ্রামের আলাউদ্দিন খানের ছেলে লিটন খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান এএসআই মামুনুর রসিদ ও এএসআই মাসুম বিল্লাহ। পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, থানায় আনার পর লিটন বিষ পান করেছিলেন। সেদিন রাতেই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এই ঘটনায় পুলিশের গাফিলতি তদন্তে পুলিশ সুপার মো. মাইনুল হাসান ৩ সদস্যের একটি বিভাগীয় কমিটি গঠন করেন। অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ও ক্রাইম) মাহফুজুর রহমানকে প্রধান করে গঠন করা কমিটিতে আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেল্লাল হেসেন এবং সহকারী পুলিশ সুপার (দশমিনা-গলাচিপা) মো. ফারুক হোসেন। তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে দুই এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
আসামির মৃত্যুর ঘটনায় একটি মামলা এখন তদন্তাধীন রয়েছে।
Comments