মেসি, রোনালদো আর জিদানের যে গুণগুলো উপহার চাইতেন হ্যাজার্ড

eden hazard
ছবি: টুইটার

৩০তম জন্মদিনে রিয়াল মাদ্রিদের এডেন হ্যাজার্ডের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সুযোগ মিললে উপহার হিসেবে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো আর জিনেদিন জিদানের কোন বৈশিষ্ট্যগুলো তিনি বেছে নিতেন?

বেলজিয়ান তারকা ফরোয়ার্ড জবাব দেন, বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসির বাম পা, জুভেন্টাসের পর্তুগিজ তারকা রোনালদোর জয়ের তৃষ্ণা আর বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তি ও রিয়ালের বর্তমান কোচ জিদানের মান।

বৃহস্পতিবার ৩০তম জন্মদিন পালন করেন হ্যাজার্ড। বেলজিয়ান গণমাধ্যম আরটিবিএফ সে উপলক্ষে তার বিশেষ একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। বয়সের সঙ্গে মিলিয়ে ৩০টি প্রশ্ন রাখা হয়েছিল সময়ের অন্যতম সেরা ফুটবলারের কাছে।

ওই প্রশ্নের উত্তরে হ্যাজার্ড বলেন, ‘তার (মেসির) বাম পা। তার (রোনালদোর) জয়ের তৃষ্ণা, শিরোপার তৃষ্ণা এবং সবসময় গোল করার তীব্র আকাঙ্ক্ষা। তার (জিদানের) মান। আমিও মানসম্পন্ন, তাই না? কিন্তু তিনি অনেক উঁচু মানের।’

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়ে রাখা প্রশ্নে এই প্রযুক্তির উপর তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, ‘এটি ফুটবল থেকে অনেক মজা, অনেক আবেগ কেড়ে নিয়েছে।’

‘আমরা গোল করি এবং তারপর আমরা অবাক হয়ে ভাবতে থাকি কী ঘটবে। অবশ্যই ভালো ব্যাপার, এটি অনেক ভুল সংশোধন করেছে। কিন্তু ভুলত্রুটিও ফুটবলের সৌন্দর্যের অংশ। তাই নিঃসন্দেহে ভিএআরকে বিদায় জানানো উচিত।’

যাদেরকে আদর্শ মেনে বেড়ে উঠেছেন, তাদের মধ্যে জিদান ও থিয়েরি অঁরির সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে হ্যাজার্ডের- জিদানের সঙ্গে স্প্যানিশ ক্লাব রিয়ালে এবং অঁরির সঙ্গে জাতীয় দল বেলজিয়ামে। তবে এখনও একজনের সংস্পর্শ পাওয়া হয়নি তার। তিনি আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হুয়ান রোমান রিকুয়েলমে।

হ্যাজার্ড বলেন, ‘আমি যদি জিদান ও অঁরির আশেপাশে না থাকতাম, তাহলে আমি তাদের নাম উল্লেখ করতাম।’

‘তারপরও নাম উল্লেখ করতে গেলে, যে খেলোয়াড়ের সঙ্গে আমার দেখা হয়নি, তিনি রিকুয়েলমে। আমি যখন ছোট ছিলাম, তখন তার সব ভিডিও দেখতাম। হ্যাঁ, আমি তার সঙ্গে একই মাঠে খেলতে কিংবা অন্তত কথা বলতে চাই। এটা দারুণ একটি ব্যাপার হবে।’

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

9m ago