হাসপাতালে সেপ ব্ল্যাটার

গুরুতর অসুস্থ হয়ে সুইজারল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্ল্যাটার কন্যা করিন ব্ল্যাটার অ্যান্ডেনম্যাটেন।
'আমার বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। তার পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। আমার পরিবারের পক্ষ থেকে, আমি তাকে একান্তে থাকতে দেওয়ার আহ্বান জানাচ্ছি।' সুইস সংবাদমাধ্যম ব্লিককে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন করিন।
এর আগে ২০১৫ সালেও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ব্লাটারকে। ২০১৬ সাল থেকে ত্বকের ক্যান্সার ও হাঁটুর ইনজুরিতে ভুগছেন ফিফার এ সাবেক সভাপতি।
১৯৯৮ সালে ফিফার সভাপতি নির্বাচিত হয়েছিলেন ব্ল্যাটার। ১৭ বছর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি থাকার পর শেষ হয় তিক্ততায়। ২০১৫ সালে দূর্নীতির দায়ে নিষিদ্ধ হন আট বছরের জন্য। পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছিল তাকে।
পরে অবশ্য আপিলে শাস্তির মেয়াদ দুই বছর কমেছিল ব্লাটারের। তবে ফুটবলীয় কর্মকান্ড থেকে এখনও নিষিদ্ধ তিনি। চলতি বছরের অক্টোবরে শেষ হবে নিষেধাজ্ঞা। তবে গত মাসেও ফিফা জাদুঘরে 'অব্যবস্থাপনার' অভিযোগে তার ও ফিফার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে ফিফার এথিকস কমিটি।
Comments