ট্রাম্পের টুইট: বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যাব না
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার উত্তরসূরি জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন না।
আজ শুক্রবার রাতে এক টুইটে তিনি এ কথা জানিয়েছেন।
টুইটে ট্রাম্প বলেন, ‘যারা জানতে চাচ্ছেন, তাদের জন্য (বলছি) আমি ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে যাব না।’
টুইট সঠিক হলে চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে প্রথাগত এ আনুষ্ঠানিকতাকে প্রত্যাখ্যান করবেন ট্রাম্প।
To all of those who have asked, I will not be going to the Inauguration on January 20th.
— Donald J. Trump (@realDonaldTrump) January 8, 2021
বিবিসি জানায়, শেষবার ১৮৬৯ সালে বিদায়ী প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউলিসিস গ্রান্টের স্থলাভিষিক্তের দিন একই গাড়িতে যাত্রা করতে রাজি হননি।
Comments