গুরুতর অসুস্থ ফোয়াদ নাসের বাবু হাসপাতালে
সংগীত পরিচালক ও ফিডব্যাক ব্যান্ডের প্রধান ফোয়াদ নাসের বাবু গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
সংগীত পরিচালক ফরিদ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রাতেই তার হার্টে রিং বসানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন তিনি কিছুটা সুস্থ।’
দেশের অন্যতম সংগীত পরিচালক ও ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ফোয়াদ নাসের বাবু। তিনি অসাধারণ বেশ কিছু গানের সুর ও সংগীত করেছেন। টানা পাঁচ দশক সংগীতাঙ্গনে পদচারণা তার।
Comments