করোনাভাইরাস

মৃত্যু ১৯ লাখ ছাড়াল, আক্রান্ত প্রায় ৯ কোটি

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ১৯ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় নয় কোটি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় পাঁচ কোটি মানুষ।
স্লোভাকিয়ায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ৮ জানুয়ারি২০২০। ছবি: রয়টার্স

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ১৯ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় নয় কোটি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় পাঁচ কোটি মানুষ।

আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের সকাল সাড়ে নয়টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট কোটি ৮৮ লাখ ৪৫ হাজার ৪৯৫ জন এবং মারা গেছেন ১৯ লাখ ১২ হাজার ৮০৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৯৩ লাখ ৯২ হাজার ৯৮০ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৮ লাখ ৬১ হাজার ৮৪৪ জন এবং মারা গেছেন তিন লাখ ৬৮ হাজার ৭৬৯ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ১৩ হাজার ৭০৮ জন, মারা গেছেন দুই লাখ এক হাজার ৪৬০ জন এবং সুস্থ হয়েছেন ৭১ লাখ ৩৬ হাজার ৮১৭ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি চার লাখ ১৩ হাজার ৪১৭ জন, মারা গেছেন এক লাখ ৫০ হাজার ৫৭০ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ৩৭ হাজার ৩৯৮ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৩২ হাজার ৬৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৫ লাখ সাত হাজার ৯৩১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১১ লাখ ৩৪ হাজার ৮৭৭ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫৬২ জন, মারা গেছেন চার হাজার ৭৮৯ জন এবং সুস্থ হয়েছেন ৯০ হাজার ৫৪৩ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ২০ হাজার ৬৯০ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন সাত হাজার ৭৩৪ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৬৫ হাজার ২৭৯ জন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago