মহারাষ্ট্রে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতক নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ নবজাতক নিহত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় দিনগত রাত ২টার দিকে হাসপাতালটির নবজাতক কেয়ার ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ভান্ডারা জেলা সিভিল সার্জন প্রমোদ খানদাত বলেন, মারা যাওয়া নবজাতকদের বয়স এক থেকে তিন মাস।

তিনি জানান, মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত এই হাসপাতালটির নবজাতক ইউনিটে গতকাল দিনগত রাত ২টার দিকে আগুন লাগে। তখন সেখানে ১৭ নবজাতক ছিল। তাদের মধ্যে সাত জনকে উদ্ধার করা গেছে। আর ১০ জন মারা গেছে।

প্রমোদ খানদাত বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সাত নবজাতককে উদ্ধার করতে পারলেও বাকি ১০ জন মারা গেছে।

হাসপাতালটির আরেক চিকিৎসক বলেন, একজন নার্স প্রথমে নবজাতক ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখে চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তাদের সতর্ক করেন।

তিনি জানান, চারতলা ভবনের এই হাসপাতালটিতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

58m ago