মহাসড়কে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, মাইক্রোবাসসহ গ্রেপ্তার ৪

স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর অদূরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে একটি মাইক্রোবাসসহ চার জন আন্তঃজেলা ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের ফেনী সদর উপজেলার চনুয়া রাস্তার মাথা নামক স্থানে এ ছিনতাই চেষ্টার ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ধাওয়া করে মুহুরিগঞ্জ এলাকা থেকে মাইক্রোবাসসহ তাদের আটক করে। তারা হলেন— নোয়াখালীর কবিরহাট এলাকার মমিন উল্যাহ (৫৮), হাতিয়া উপজেলার মো. জয়নাল (৩৩), কোম্পানীগঞ্জ উপজেলার শেখ আহম্মদ (৪০) ও ফেনীর মধ্যম কাছাড় গ্রামের মনির আহম্মদ (৩৫। মাইক্রেবাস থেকে ছিনতাই কাজে ব্যবহৃত কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সোহেল সরকার জানান, গতকাল দিনগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের ফেনী সদর উপজেলার চনুয়া রাস্তার মাথা নামক স্থানসহ একাধিক স্থানে ছিনতাইকারী চক্রের ব্যবহৃত মাইক্রোবাস অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে গতিরোধ করার চেষ্টা করে। সে সময় হাইওয়ে পুলিশের টহল গাড়ি দেখে ছিনতাইকারীরা তাদের মাইক্রোবাস নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। হাইওয়ে পুলিশ তাদের ধাওয়া করে মহাসড়কের মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের সামনে থেকে আটক করে।

তিনি জানান, আসামিদের সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাই-ডাকাতির মামলা রয়েছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তারের জন্য খুঁজছিল। এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago