রাজধানীর তেজগাঁও থেকে দুই বোনের মরদেহ উদ্ধার, আটক ১
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সমিতি বাজার এলাকার বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত একজনের স্বামী রনি মিয়াকে (৩০) আটক করা হয়েছে।
আজ বিকাল ৩টার দিকে বাসার শয়নকক্ষ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ইয়াছমিন বন্যা ও তার বোন সিমু।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সুদর্শন বলেন, ‘দুই বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন অফিসার গেছেন।’
Comments