আই লিগে জামালের কলকাতা মোহামেডানের শুভ সূচনা
জয় দিয়ে ভারতের আই লিগের ২০২০-২১ মৌসুম শুরু করেছে জামাল ভূঁইয়ার দল কলকাতা মোহামেডান। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তারা হারিয়েছে সুদেভা দিল্লি এফসিকে।
শনিবার সল্টলেক স্টেডিয়ামে ১-০ গোলে জয়ী হয় কলকাতা। ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের পক্ষে গোলটি করেন ফয়সাল আলী।
হোম ম্যাচের শুরু থেকে ছন্দ নিয়ে খেলতে থাকে সুদেভা। সপ্তম মিনিটে মোহামেডানের গোলমুখে প্রথম শটটি নেয় তারা। তবে কিন লুইসের প্রচেষ্টা ব্যর্থ করে দেন গোলরক্ষক রফিক আলী সর্দার। বাকি সময়টাতেও প্রতিপক্ষের গোলমুখে বারবার হানা দেয় সুদেভা।
প্রথমার্ধের সেরা সুযোগটি অবশ্য তৈরি করে মোহামেডান। কিন্তু নাইজেরিয়ান ফুটবলার রাফায়েল ওডোইন হতাশ করেন ভক্ত-সমর্থকদের। সুরাজ রাওয়াতের নিচু ক্রস পেয়ে ফাঁকা জালে বল জড়াতে পারেননি তিনি।
দ্বিতীয়ার্ধে আরও বেশি নিবেদন নিয়ে খেলতে থাকে সুদেভা। কিন্তু ৫৮তম মিনিটে নিজেদের রক্ষণভাগের ভুলে ধারার বিপরীতে গোল হজম করে তারা। ভারতীয় মিডফিল্ডার ফয়সালের জোরালো শট গোলরক্ষক রক্ষিত দাগারকে ফাঁকি দিয়ে জালে পৌঁছায়।
সমতায় ফিরতে হন্যে হয়ে ওঠা স্বাগতিকরা ম্যাচের বাকি সময়ে অনেকগুলো আক্রমণ শানায়। কিন্তু গোলের নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি। ফলে রক্ষণ জমাট রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কলকাতা।
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামালকে পুরো ম্যাচ খেলাননি সাদা-কালোদের স্প্যানিশ কোচ হোসে হেভিয়া। ৮৭তম মিনিটে তাকে উঠিয়ে নামানো হয় ঘানার মিডফিল্ডার মোহামেদ ফাতাউকে।
জয় দিয়ে মৌসুম শুরু করায় স্বাভাবিকভাবেই উজ্জীবিত কলকাতা মোহামেডান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের পেজে তারা লিখেছে, ‘খেলা হবে।’
Comments